আরও বেশি লোক আমাকে চিনবে, ইডেনে নাইটদের জিতিয়ে বললেন রিঙ্কু
অঞ্জন চট্টোপাধ্যায়, এনএফবিঃ
ফের নায়ক রিঙ্কু সিং। আহমেদাবাদে গুজরাট টাইটন্স ম্যাচে ৫ বলে ৫ টি ছক্কা মেরে কলকাতা নাইট রাইডার্সকে হারানোর পরে এদিন ইডেনে কলকাতা নাইট রাইডার্সকে পঞ্জাব কিংসের বিরুদ্ধে জয় এনে দিলেন রিঙ্কু। এদিন জয়ের জন্য শেষ বলে দু’রান বাকি ছিল। চার মেরে কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) জিতিয়ে দেন ‘আলিগড়ের বাদশা’ রিঙ্কু সিং। সেই ম্যাচে জেতানোর পর একেবারে প্রণোচ্ছ্বল হাসি লেগে থাকল রিঙ্কুর মুখে।
রিঙ্কু (১০ বলে ২১ রানে অপরাজিত থাকলেন। এদিন রিঙ্কু জানালেন, ‘ম্যাচের আগে বলেছিলাম যে মানুষ আমায় কিছুটা চিনে গিয়েছেন। ম্যাচ জেতার (জেতানো বলা উচিত ছিল রিঙ্কু, জেতানো বলা উচিত ছিল) পর আরও বেশি লোক চিনে যাবেন।শেষ বল নিয়ে ভাবিনি। এমনকী যখন আমি ছক্কা হাঁকিয়েছিলাম তখনও ভাবিনি। নিজের প্রতি বিশ্বাস ছিল যে ম্যাচ ফিনিশ করতে পারব। এতে অভ্যস্ত হয়ে গিয়েছি। কখনও ব্যাটিং অর্ডারের ৫, ৬ বা ৭ নম্বরে নেমে খেলতে হয়। সেভাবেই নিজেকে প্রস্তুত রাখি।’ এদিন পঞ্জাব প্রথমে ব্যাট করে ১৭৯ রান তোলে ৭ উইকেটে। জবাবে রাসেল আর রিঙ্কুর ব্যাটের উপর ভর করে জয় পেয়ে যায় নাইটরা।