ফিচাররাজ্য

রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, ধনখড়ের মন্তব্যের প্রতিক্রিয়ায় চিঠি মুখ্যমন্ত্রীর

এনএফবি, কলকাতাঃ

রামপুরহাট কাণ্ড নিয়ে টুইটারে রাজ্যপালের মন্তব্যের প্রতিক্রিয়ায় চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।চিঠিতে মুখ্যমন্ত্রী (CM) লিখেছেন, “আপনি যে ধরনের মন্তব্য করেছেন, তা দুর্ভাগ্যজনক। আপনার মন্তব্য নিরপেক্ষ তদন্তে বাধা হতে পারে। সাংবিধানিক পদে থেকেও এই ধরনের মন্তব্য অসাংবিধানিক। সাংবিধানিক পদে থেকেও এমন মন্তব্য দুর্ভাগ্যজনক। বিজেপি শাসিত রাজ্য-সহ দেশের অন্যান্য ঘটনায় আপনি নীরব। বাংলাতে কিছু ঘটলেই সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন। আপনার বিবৃতি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।”

উল্লেখ্য, মঙ্গলবার টুইটারে রামপুরহাট নিয়ে মন্তব্য করেন ধনখড়। টুইটে তিনি লেখেন, ” বীরভূমের রামপুরহাটে ভয়ঙ্কর ধরনের হিংসা, অগ্নিসংযোগ, ব্যাভিচারে প্রমাণিত যে, এই রাজ্যে সন্ত্রাসের সংস্কৃতি চলছে, আইনের শাসন নেই। ইতিমধ্যেই আট জনের প্রাণ গিয়েছে। মুখ্যসচিবের কাছ থেকে জরুরি ভিত্তিতে তথ্য চেয়েছি। শোকগ্রস্ত পরিবারগুলিকে সমবেদনা।”
রাজ্যের মুখোসচিবের কাছ থেকে এই নিয়ে রিপোর্ট তলব করেন জগদীপ ধনখড়।