জেলা

সকাল থেকেই মুখভার আকাশের, তৎপর প্রশাসন

এনএফবি, পূর্ব মেদিনীপুরঃ

এদিকে অমাবস্যার কোটাল এবং অপরদিকে সিত্রাং ঘূর্ণিঝড়। কার্যত নাজেহাল হতে হচ্ছে জেলা প্রশাসনকে।

সকাল থেকেই মেঘলা আকাশ, কালো মেঘে ঢাকা। সমস্ত পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে ভোর থেকেই চলছে হালকা বৃষ্টিপাত। দিঘা সংলগ্ন সমুদ্র তীরবর্তী এলাকায় সকাল থেকেই চলছে পুলিশ, ডিজাস্টার ম্যানেজমেন্ট দল ও নুলিয়াদের টহলদারি। সমুদ্রের ধারে কাছে কোনও পর্যটককে যেতে দেওয়া হচ্ছে না। হোটেল বুকিং গতকাল থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে। অপরদিকে হলদিয়াতেও কোস্টগার্ড-সহ এনডিআরএফের টিম প্রস্তুত রয়েছে ঝড়ের মোকাবিলা করার জন্য। ঝড়ের কবলে গাছপালা থেকে শুরু করে ব্লক হওয়া রাস্তা এবং ঝড়ের কবলে পড়ে থাকা মানুষদেরকে উদ্ধার করার জন্য পূর্ব মেদিনীপুর জেলার এনডিআরএফ ও এসডিআরএফ দল প্রস্তুত রয়েছে। দিঘা সমুদ্র তীরবর্তী কাঁচা বাড়ি-সহ এলাকার প্রায় সাড়ে তিন হাজার মানুষকে ইতিমধ্যেই শেল্টার রুমে সরিয়ে নিয়ে আসা হয়েছে।

ছুটি বাতিল করে জেলার হলদিয়া দিঘা-সহ একাধিক ব্লকে কন্ট্রোল রুমে সরকারি কর্মীদের মোতায়েন রাখা হয়েছে। মাঝে মাঝে ঝোড়ো হাওয়া-সহ সহ সমুদ্রের জলোচ্ছ্বাস দেখা দিচ্ছে।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।