ষাঁড় গরু সরাতে অভিযান পুরসভার
এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ
বালুরঘাট পুর এলাকায় গরু, ষাঁড় শুয়ে থাকার কারণে পথচারীদের বিভিন্নভাবে অসুবিধার সম্মুখীন হতে হয়েছে। পাশাপাশি বেশ কিছু দুর্ঘটনার ঘটনাও ঘটেছে। এবার এই সমস্ত মালিক বিহীন গরু ষাঁড়দের রাস্তা থেকে সরাতে অভিযানে নামল জেলা প্রশাসন ও বালুরঘাট পুরসভা। পাশাপাশি যে সমস্ত মানুষ তাদের গরু রাস্তায় ছেড়ে পালন করে তাদের মাইকিং-এর মাধ্যমে সচেতন করছিল বালুরঘাট পুরসভা যে তাদের গরু তারা যেন বাড়িতে ফিরিয়ে নেয়।
রাস্তাঘাটে অনেক গরু ষাঁড়ের শহরে। এবার রবিবার রাতে অভিযানে নেমে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন, ফরেস্ট ডিপার্টমেন্ট, বালুরঘাট পুরসভা এই সমস্ত গরুগুলিকে উদ্ধার করে।সমস্ত নিয়ম মেনে এই গরু ও ষাঁড়গুলিকে খামারে রাখা হবে বলে বালুরঘাট পুরসভার চেয়ারম্যান জানিয়েছেন।
রাস্তা সুরক্ষিত করতে পুরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বালুরঘাটের সাধারণ মানুষ।
নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।