স্থানীয়

তৃণমূল নেতার বাড়ি ভাড়া নিয়েই চলছে পৌর সুস্বাস্থ্য কেন্দ্র

এনএফবি,দক্ষিণ দিনাজপুরঃ

তৃণমূল নেতার বাড়ি ভাড়া করে চলছে বালুরঘাট পুরসভার পৌর সুস্বাস্থ্য কেন্দ্র। স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা সহ স্বাস্থ্য কেন্দ্রের আসল টাকা কোথায় গেল তা নিয়েই মহকুমা শাসককে প্রশ্ন বিজেপির। ঘটনাটি ঘটেছে বালুরঘাট পুরসভার অন্তর্গত ৯ নম্বর ওয়ার্ডের নামাবঙ্গীর পদ্মপুকুর এলাকায়। দিন কয়েক আগে বালুরঘাট পুরসভার চেয়ারম্যান সহ একাধিক কাউন্সিলর এবং প্রশাসনের একাধিক শীর্ষকর্তার উপস্থিতিতে এক প্রভাবশালী তৃণমূল নেতার বাড়ি ভাড়া নিয়ে পৌর উপস্বাস্থ্য কেন্দ্রের শুভ উদ্বোধন হয়। জানা গেছে ওই তৃণমূল নেতার নাম মুকুল মহন্ত তিনি তৃণমূল কংগ্রেসের আইএনটিটিইউসির সক্রিয় কর্মী। এই বিষয়ে বিজেপির জেলা কমিটির সদস্য সুমন বর্মন বলেন, ” আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি Coustomer Service Point অর্থাৎ CSP বাড়ি ভাড়া নিয়ে হয়। আমরা দেখেছি কোন বেসরকারি সংস্থার অফিস, NGO দোকানপাট বাড়ি ভাড়া নিয়ে হয়। এই প্রথম দেখলাম পশ্চিমবঙ্গ সরকারের বালুরঘাট পুরসভার উদ্যোগে সুস্বাস্থ্য কেন্দ্র কোন এক তৃণমূল নেতার বাড়ি ভাড়া নিয়ে হয়।” সুমন বর্মন তৃণমূলের উদ্দেশ্যে প্রশ্ন করে বলেন, ” স্বাস্থ্য ব্যবস্থার এতটাই বেহালদশা যখন, তখন কোন এক নিরপেক্ষ সহৃদয় ব্যক্তির বাড়ি ভাড়া নিয়ে করতে পারতেন। তৃণমূল নেতার বাড়ি ভাড়া নিয়ে স্বাস্থ্যকেন্দ্র কেন?” সুমন বর্মন আরও অভিযোগ করে বলেন যে, ” সমস্ত স্বাস্থবান তৃণমূলের নেতা নেত্রীরা চিৎকার করে ঢাকঢোল পিটিয়ে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে দশগুণ সুনাম করেন। তাদের কাছে আমাদের ছোট্ট একটি প্রশ্ন আসল স্বাস্থ্য কেন্দ্রের টাকাটা কোন তৃণমূলের নেতা-নেত্রীর পেছনে খরচা করা হলো? বালুরঘাটবাসী জানতে চায়।”
পুরসভার পৌরাধক্ষ পরিষদের সদস্য বিপুল কান্তি ঘোষ বিজেপির বক্তব্য ভিত্তিহীন বলে জানান।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।