ক্রীড়া

নৈহাটীর মিনি ডার্বির রঙ সবুজ মেরুন

এনএফবি, স্পোর্টস ডেস্কঃ

উত্তেজনাপূর্ণ ম্যাচে নৈহাটী গোল্ড কাপে মহামেডানকে ২-১ গোলে হারিয়ে দিলো এটিকে মোহনবাগান। নায়ক সেই ইউরো কাপ খেলা ফিনল্যাণ্ড ফুটবলার বাগানের জনি কাউকো। তার করা ২ টো গোলেই মিনি ডার্বিতে জয় পেলো মোহনবাগান। প্রস্তুতি ম্যাচ হলেও এই ম্যাচ ঘিরে উন্মাদনা ছিল ছিল চোখে পড়ার মত। ডার্বি আর ডুরান্ড কাপের আগে প্রথমবার নামল দুই দল আর তাঁদের কাছে নিজেদের ঝালিয়ে নেওয়ার ছিল সুযোগ। নৈহাটী তো বটেই কলকাতা ও শহর তলি বিভিন্ন প্রান্ত থেকে দুই দলের সমর্থকেরা এদিন মাঠ ভরিয়েছিল। ম্যাচের শুরুতে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং নৈহাটীর বিধায়ক তথা রাজ্যের নতুন সেচ মন্ত্রী পার্থ ভৌমিক দুই দলের খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। শুরু থেকেই ম্যাচে আক্রমণ নির্ভর ফুটবল হয়। ১২ মিনিটে কিয়ান নাসিরি নিশ্চিত গোলের সুযোগ মিস করেন। এরপরে ফের ২৬ মিনিটে কিয়ান গোলের সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হন। তবে এদিন মহামেডান ডিফেন্স অনবদ্য পারফরমেন্স করে।তবে গোল মিসও তারা করেন। প্রথমার্ধে নিশ্চিত তিনটে গোলের সুযোগ পেয়েও গোলের সুযোগ খুলতে পারেনি। তবে প্রথমার্ধের শেষদিকে পেনাল্টি থেকে গোল করে মহামেডানকে এগিয়ে দেন অভিষেক হালদার।

পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে কিছু পরিবর্তন করেন এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দ লিস্টন কোলাসো,আশিক কে মাঠে নামান। দ্বিতীয়ার্ধে শুরুতে আশিক বেশ কয়েকটি সুযোগ পান মহামেডান বক্সে, কিন্তু কাজে লাগাতে পারেননি। একইসঙ্গে ইস্টবেঙ্গল থেকে যাওয়া মহামেডান গোলরক্ষক শঙ্কর রায় বেশ ভালো গোলকিপিং করেন। তবে ৭৪ মিনিটে মোহনবাগান পেনাল্টি পায় আর পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি জনি কাউকো। এরপরেও সুযোগ পায় সবুজ মেরুন ব্রিগেড।। কিন্তু গোল করতে পারেনি। তবে প্রতি মুহূর্তে মহামেডান বক্সে তারা আক্রমণ করে। ৯০ মিনিটের পরে অতিরিক্ত সময়ে শুভাশিসের সেন্টার থেকে ভাসানো শটে গোল করে যান সেই জনি কাউকো। জয় দিয়েই মাঠ ছাড়লো গঙ্গাপাড়ের ক্লাব।