ক্রীড়া

প্রথম ভারতীয় কোচ হিসেবে নজির নেহেরার

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

এই প্রথম কোনও ভারতীয় কোচ আইপিএল-এর ট্রফি জিতলেন। এর আগে আইপিএল-এর ট্রফি জয়ী কোচেরা ছিলেন সকলেই বিদেশী। তবে এই প্রথম কোনও ভারতীয় কোচের হাতে ধরে কোনও দল আইপিএল জিতল। এখন এই রেকর্ড আশিস নেহরার নামে নিবন্ধিত হয়েছে। নেহরার কোচিং-এ ২০২২ আইপিএল জিতেছে গুজরাট টাইটানস। হার্দিক পান্ডিয়াদের প্রধান কোচ ছিলেন আশিস নেহরা এবং তাঁর কোচিংয়েই টাইটানসরা রাজস্থান রয়্যালসকে সাত উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে।১৪টি আইপিএলের মরশুমে খেলা হয়েছিল এবং সমস্ত সিজনেই জয়ী দলের প্রধান কোচ ছিলেন কোনও না কোন বিদেশী কোচ। তাদের মধ্যে স্টিফেন ফ্লেমিং এর নাম চারবার, আর মাহেলা জয়াবর্ধনের নামও তালিকায় রয়েছে। একই সময়ে, ট্রেভর বেলিস প্রধান কোচ হিসেবে দুবার এবং টম মুডি, রিকি পন্টিং, জন রাইট, ড্যারেন লেহম্যান এবং শেন ওয়ার্ন একবার করে ট্রফি জিতেছেন। এই তালিকায় নাম লেখালেন আশিস নেহরা।

আশিস নেহরা এই তালিকায় একমাত্র ভারতীয় যিনি আইপিএল শিরোপা জিতেছেন।