আর জি কর কাণ্ডে নতুন অভিযোগ: পুলিশ টাকার প্রস্তাব দিয়েছে, দাবি নির্যাতিতার পরিবারের

এনএফবি কলকাতাঃ

আর জি কর মেডিকেল কলেজের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় গোটা দেশ উত্তাল। এই ঘটনার তদন্তে পদে পদে প্রশ্নের মুখে পড়ছে পুলিশ ও প্রশাসন। সেই আবহে নতুন করে বিতর্কের সৃষ্টি করেছে নির্যাতিতার পরিবারের বিস্ফোরক অভিযোগ।

পরিবারের দাবি, মেয়ের দেহ ঘরে শায়িত থাকা অবস্থাতেই পুলিশ তাঁদের টাকার প্রস্তাব দেয়। অভিযোগ, ৯ তারিখ রাতে, ডিসি নর্থ তাঁদের ঘরে এসে টাকা দেওয়ার চেষ্টা করেন। এই ঘটনায় পরিবারের সদস্যদের মতে, পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল, “টাকাটা রাখুন, কাজে লাগবে।” নির্যাতিতার বাবা জানিয়েছেন, সেই মুহূর্তে পুলিশের আচরণ তাঁদের অত্যন্ত মর্মাহত করেছিল।

তবে রাজ্য সরকার এবং কলকাতা পুলিশ এই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে। রাজ্যের মন্ত্রী শশী পাঁজা একটি ভিডিও প্রকাশ করে জানান, নির্যাতিতার পরিবারের সঙ্গে কোনও ধরনের টাকার প্রস্তাব করা হয়নি। ভিডিওতে নির্যাতিতার মা-বাবাকে বলতে শোনা যায় যে, তাঁদের সঙ্গে এমন কিছু ঘটেনি এবং কেউ মিথ্যে গল্প বানিয়ে প্রচার চালাচ্ছে।

তবে পরিবারের পাল্টা অভিযোগ, ওই ভিডিওতে যা বলানো হয়েছিল, তা জোর করে বলানো হয়েছে। নির্যাতিতার বাবা জানিয়েছেন, তাঁরা পুলিশকে রাগালে ন্যায় বিচার পেতে আরও দেরি হবে বলে হুমকি দেওয়া হয়েছিল। এছাড়াও, ভিডিওটি পুলিশের পক্ষ থেকেই রেকর্ড করা হয়েছিল বলে তাঁদের দাবি, যদিও কে রেকর্ড করেছে, তা স্পষ্ট করে বলতে পারেননি তাঁরা।

এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে। সাধারণ মানুষ রাস্তায় নেমে বিচার চাইছেন।