নিউটাউন দুর্ঘটনায় ঘাতক গাড়ি আটক
এনএফবি, কলকাতাঃ
আলিয়া পড়ুয়াকে ধাক্কা দেওয়া ঘাতক গাড়িটিকে আটক করল বিধাননগর পুলিশ। বিধাননগর পুলিশের ডিসি নিউটাউন প্রভীন প্রকাশ জানান, রুবি হাসপাতাল মোড়ে টয়োটার একটি শোরুমে ঘাতক গাড়িটির রিপেয়ারিং করতে দিতে আসেন এক ব্যক্তি। ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ দেখেই পুলিশ গাড়িটিকে আইডেন্টিফাই করে। ইতিমধ্যেই ওই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সানমার্গ মিডিয়া হাউজের নামে রেজিস্টার্ড।
ডিসি নিউটাউন জানান, তারা ইতিমধ্যেই চালককে চিহ্নিত করেছে যে গতকাল অ্যাক্সিডেন্টের সময় গাড়িটি চালাচ্ছিল। পুলিশের দাবি আজ রাতের মধ্যে ওই চালককেও গ্রেফতার করা হবে।
উল্লেখ্য, রবিবার বর্ষবরণের দিনে নিউটাউনে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সামনেই বেপরোয়া গাড়ির ধাক্কায় প্রাণ হারান ভুগোল বিভাগের স্নাতকোত্তর পড়ুয়া সাকিল আহম্মেদ।
Pingback: সকাল থেকেই ঘন কুয়াশা - NF Bangla Private Limited