ক্রীড়া

আগামী বছর হোম অ্যাওয়ে ভিত্তিতে আইপিএল

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

সবকিছু ঠিকঠাক চললে আগামী বছর থেকেই ফের পুরনো চেহারায় ফিরতে চলেছে আইপিএল। বড়সড় কোনও অঘটন না ঘটলে ২০২৩ সালেই ফের হোম অ্যাওয়ে নিয়মে হতে চলেছে আইপিএল। আর সেই কথা নিজেই জানিয়ে দিলেন এবার বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। আর এই খবরে ভারতীয় ক্রিকেট প্রেমীরা যে যথেষ্ট খুশি তা বলার অপেক্ষা রাখে না। আইপিএল নিয়ে যে বোরি্ডের দীর্ঘ মেয়াদ নানান পরিকল্পনা রয়েছে তাও এদিন জানিয়ে দিয়েছেন বোর্ড সভাপতি।

গত দুবছর ধরে করোনার প্রভাবে বদলে গিয়েছে সমস্তকিছু। মানুষের জীবনযাত্রার সঙ্গে খেলার মাঠেও পড়েছে করোনার ভয়ঙ্কর প্রভাব। আর তার জেরেই আইপিএলও হয়েছে দেশের বাইরে। ভারতের মাটি থেকে সংযুক্ত আরব আমির শাহীর মাঠেই আইপিএলের মঞ্চ সরিয়ে নিয়ে যেতে বাধ্য হয়েছিলেন বোর্ড কর্তারা। ২০২১ সালে ঘরের মাঠে আইপিএলের প্রথম পর্ব শুরু হলেও, করোনার প্রভাবেই তা স্থগিত হয়ে গিয়েছিল।