ক্রীড়া

বিশ্বকাপ ভবিষ্যৎ নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য নেইমারের

স্পোর্টস ডেস্ক, এনএফবিঃ

২০০২ এর পরে বিশ্বকাপ জেতা হলো না পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ট্রাইবেকারে হেরে বিশ্বকাপ থেকে ছুটি সাম্বাদের। হারের পর কান্নায় ভেঙে পড়লেন নেইমার। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। একইসঙ্গে একটা প্রশ্ন উঁকি দিচ্ছে। পরের বিশ্বকাপে আর কি দেখা যাবে না নেইমারকে? আপামর ব্রাজিলপ্রেমীদের মনে এই প্রশ্নই যেন বারবার ঘুরে ফিরে আসছিল। তাঁদের আশঙ্কা সত্যি করে পরাজয়ের রাতে তেমনই ইঙ্গিত দিলেন ব্রাজিলিয়ান ওয়ান্ডার বয়। নেইমারের বক্তব্য, “জাতীয় দলের জন্য আমার দরজা বন্ধ হচ্ছে না। কিন্তু, আমি ১০০ শতাংশ নিশ্চয়তা দিতে পারছি না, আদৌ আমি ফিরব কি না। আমার ভাবনাচিন্তার জন্য আরও বেশি কিছুটা সময় দরকার। জাতীয় দল ও আমার জন্য কোনটা সঠিক হবে, তা নিয়ে আরও ভাবনার প্রয়োজন রয়েছে।“ তিনি আরও বলেন, “এটা একটা ভয়ংকর অনুভূতি। বলে বোঝানো সম্ভব নয়। গত বিশ্বকাপের থেকেও খারাপ লাগছে। আমরা লড়াই করেছি। আমি সতীর্থদের নিয়ে গর্বিত। নামার সময় সকলে যেভাবে নিজে থেকে নার্ভ শক্ত করে এগিয়ে এসেছিলেন, আমি সাধুবাদ জানাচ্ছি।”