স্থানীয়

প্রসূতির মূত্রথলি কাটার অভিযোগে জরিমানা বালুরঘাটের নার্সিং হোমের বিরুদ্ধে

এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ

অস্ত্রোপচার করতে গিয়ে এক প্রসূতির মূত্রথলি কাটার অভিযোগে ৪ লক্ষ টাকা জরিমানা হলো বালুরঘাটের এক নার্সিং হোমের বিরুদ্ধে।

গত ফেব্রুয়ারি মাসে বালুরঘাটের ত্রিধারা ক্লাব সংলগ্ন এলাকায় নাসিং হোমের এক চিকিৎসকের বিরুদ্ধে জেলা স্বাস্থ্য দপ্তরের কাছে লিখিত অভিযোগ দায়ের করে শহরের এক গোপালন কোলনীর বাসিন্দা রনজিৎ দাস। অভিযোগ করেন তার স্ত্রীর প্রসব ব্যথা নিয়ে বালুরঘাট হাসপাতালে ভর্তি হলে রেফার করে নার্সিং হোমে। সেখানে অস্ত্রোপচার করার পরামর্শ দেন এক মহিলা চিকিৎসক। ৫০ হাজার টাকার বিনিময়ে নার্সিং হোমে অস্ত্রোপচার করার পরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মালদাতে রেফার করা হয়। সেখানে ভর্তি করার পর চিকিৎসক জানিয়ে দেন মহিলার অস্ত্রোপচার করার সময় মূত্র থলি কাটা পড়ে গেছে।

ঝিলমিল দাস, ভুক্তভোগীর আত্মীয়

ভূল চিকিৎসার অভিযোগ দায়ের হতেই এই নিয়ে তদন্ত করতে কমিটি গঠিত হয়। অবশেষে চিকিৎসার গাফিলতির কারণে মূত্রথলি কেটে যাওয়ার বিষয় প্রমান হতেই নার্সিং হোম কতৃপক্ষের বিরুদ্ধে চার লক্ষ টাকা জরিমানা ধার্য করা হয়।

YouTube player