এনএফবি , নিউজ ডেস্কঃ
শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক প্রকাশিত তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৭৬৪ জন। মৃত্যু হয়েছে ২২০ জন রোগীর। বর্তমানে দেশে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৯১ হাজার ৩৬১ জন।
এদিকে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে ১,২৭০ জন।
COVID19 | India reports 16,764 new cases, 7,585 recoveries and 220 deaths in the last 24 hours.
— ANI (@ANI) December 31, 2021
Active caseload currently stands at 91,361. Recovery Rate currently at 98.36%
Omicron case tally stands at 1,270. pic.twitter.com/zbKKRiP4kW