জেলা

গুরু পূর্ণিমায় আরতি কীর্তনে মাতলেন শুভেন্দু, শাসকগোষ্ঠীকে হুংকার

এনএফবি,পূর্ব মেদিনীপুরঃ

আজ গুরু পূর্ণিমা। গত দু’বছর করোনার কড়াকড়ির মধ্যে গুরু পূর্ণিমার জৌলুস সেভাবে দেখা যায়নি। তবে এবারে গুরু বন্দনায় মগ্ন গুরু ভক্তেরা। গুরু শব্দের মানে হল যিনি অন্ধকার দূর করেন। তমসা থেকে জ্যোতির পথে যিনি মানুষকে চালিত করেন। 

গুরু পূর্ণিমা উপলক্ষে মহিষাদলের ভারত সেবাশ্রম সংঘে উপস্থিত হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানেই সন্ধ্যা আরতি ও কীর্তনে মেতে উঠলেন শুভেন্দু। এদিন প্রথমে আশ্রমের রথও কিছুটা টানেন তিনি। এরপর স্বামী প্রণবানন্দ মহারাজের আরতি করেন। পরে খোল- কর্তালের তালে কীর্তনে মেতে ওঠেন। পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে শাসক দলকে একাধিক কটাক্ষ করেন শুভেন্দু। তিনি বলেন, “মাথা উঁচু আছে। এই জেহাদী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছি নন্দীগ্রামে। এবার বাংলা থেকে রাজনৈতিক ভাবে ছাড়া করবো। বাংলায় সনাতন ধর্মের প্রতিষ্ঠা করবো।”

স্বামী প্রণবানন্দ মহারাজের মূর্তিতে আরতি করছেন শুভেন্দু অধিকারী। নিজস্ব চিত্র

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।