রাজ্যলেটেস্ট

ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে বঙ্গ বিজেপি নেতাদের নাম করে তোপ দাগলেন অভিষেক

এনএফবি, কলকাতাঃ

সোমবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে এক সভার আয়োজন করা হয়েছিল, সেই সভা থেকে অভিষেক বললেন, ‘এরা কখনও নাম নিয়ে কথা বলেন না, কারণ বুকের পাটা নেই। আমি নাম নিয়ে বলছি, বেইমান, গদ্দার, ঘুষখোর শুভেন্দু অধিকারী। বুকের পাটা থাকলে আমার বিরুদ্ধে মানহানির মামলা কর।’

অভিষেকের দাবি, তাঁকে যদি বিজেপি নেতারা ‘তোলাবাজ’ বলে উল্লেখ করেন, তাহলে তিনি হাইকোর্টে যাবেন। তিনি আরও বলেন, ‘ভাববাচ্যে কথা তো সবাই বলে, ভাববাচ্যের কী ক্ষমতা আছে? আমি নাম নিয়ে বলছি, দিলীপ ঘোষ গুণ্ডা, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার গদ্দার। এরা বাংলাকে ভাগ করতে চায়। তোমার ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে মামলা করবে।’

রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং শাসক দলের আর এক নেতা অনুব্রত মন্ডল গ্রেফতার হওয়ার পর থেকে আরও বেশি করে সুর চড়িয়েছেন বিরোধী দল তথা বঙ্গ বিজেপির নেতারা। শাসক দলের আরও অনেক নেতা গ্রেফতার হতে পারেন, এমন ইঙ্গিতও দিয়েছেন কেউ কেউ। সেই তরজার মাঝেই তৃণমূল ছাত্র পরিষদের সভামঞ্চ থেকে সরাসরি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম নিয়ে আক্রমণ শানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু শুভেন্দু অধিকারীই নয়, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদারকেও নিশানা করতে ছাড়েন নি তিনি ৷ আজ সরাসরি বঙ্গ বিজেপির নেতাদের নাম নিয়ে তোপ দেগেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷