ফিচাররাজ্য

সুপারের নির্দেশেই সাদা কাগজে বেড রেস্টের নিদান,বিস্ফোরক বোলপুরের শল্য চিকিৎসক

এনএফবি, বীরভূমঃ

‘হাজিরা দেওয়ার মতো অবস্থাতেই আছেন অনুব্রত। ‘ বিস্ফোরক দাবি বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালের শল্য চিকিৎসক চন্দ্রনাথ অধিকারীর ।

তিনি জানান ,হাসপাতালে চিকিৎসার বদলে সুপারের নির্দেশেই অনুব্রতর বাড়ি যাওয়ার দাবি করেছেন তিনি। অনুব্রত প্রভাবশালী, উনি বললে না লিখে কি পারি? চাপের অভিযোগ তুলে মুখ খুললেন বেডরেস্ট লেখা শল্য চিকিৎসক।

চন্দ্রনাথ বাবু আরও দাবি করেছেন, তিনি একজন সরকারি কর্মচারী ৷ তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সুপারের নির্দেশেই তিনি অনুব্রত মন্ডলের বাড়ি যেতে বাধ্য হন। আর হাসপাতালের প্যাড না থাকার দরুণ সাদা কাগজেই তাঁকে ১৪ দিনের বেডরেস্ট লিখতে বলে দেওয়া হয় ৷

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।