স্থানীয়

বনধের দ্বিতীয় দিনে পাঁশকুড়ায় অবরোধ বামেদের

এনএফবি, পূর্ব মেদিনীপুরঃ

বামপন্থী সংগঠনের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকা বনধের দ্বিতীয় দিনেও পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার মেচগ্রাম মোড়ে বামেরা ফের অবরোধ করলো।

এনএইচ ১১৬ মেদিনীপুর-কলকাতা রাস্তায় পাঁশকুড়ার মেচগ্রামে বামফ্রন্ট সমর্থকরা রাস্তায় বসে, আবার কেউ রাস্তার মাঝে শুয়ে পড়ে বিক্ষোভ দেখায়। এই দিন ঘন্টা খানেক অবরোধ থাকার পর পাঁশকুড়া থানার পুলিশ এসে অবরোধ তুলে দেয়, স্বাভাবিক হয় যান চলাচল।

পাঁশকুড়ায় অবরোধ করতে এসে প্রাক্তন বাম বিধায়ক ইব্রাহিম আলি বলেন, “রামপুরহাটের মতো রাজ্যের অলিতে গলিতে ভাদু শেখ রয়েছে, পাঁশকুড়াও ব্যতিক্রম নয়। তৃণমূল নেতাদের বায়োডাটা জোগাড় করে তিনদিন পর আমার কাছে আসবেন বুঝে যাবেন কারা পাঁশকুড়ায় ভাদু শেখে পরিণত হয়েছে। একদিন তাদের অট্টালিকা দাঁড়িয়ে থাকবে কিন্তু ভাদু শেখ থাকবে না, পুলিশদের লাগবে না, জনতার আদালতে ভাদু শেখদের বিচার হবে।”