নেশার ইঞ্জেকশন-সহ গ্রেফতার ১

এনএফবি, শিলিগুড়িঃ

নিষিদ্ধ নেশার ইঞ্জেকশন-সহ গ্রেফতার এক ব্যক্তি।

জানা গেছে, গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত মাটিগাড়ার খাপরাইল মোড় এলাকায় অভিযান চালায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের অন্তর্গত মাটিগাড়া থানার পুলিশ। এরপর সেখান থেকে নিষিদ্ধ ইনজেকশন সহ একজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম বিবেক শা। ধৃত মাটিগাড়া এলাকাই বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, ধৃতের কাছ থেকে ১১৭টি নিষিদ্ধ ইনজেকশন উদ্ধার হয়েছে। সোমবার ধৃতকে শিলিগুড়ি আদালতের তোলা হয়। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।