রাজ্য

বগটুই কাণ্ডে মৃত্যু আরও একজনের

এনএফবি, বীরভূমঃ

বগটুই কান্ডে মৃত্যু হল আরও একজনের। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে রবিবার সকালে মৃত্যু হয় আতাহারা বিবি নামে এক মহিলার। এর ফলে মৃতের সংখ্যা বেড়ে হল ১০।

গত ২১ মার্চ রামপুরহাটের বগটুই গ্রামে খুন হয় স্থানীয় তৃণমূল নেতা তথা উপপ্রধান ভাদু শেখ। এরপর সেদিন রাত থেকেই ওই এলাকায় একের পর এক বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। পরের দিন সকালে ৮ জনের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরও এক জন মহিলার। রবিবার সকালে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল আরও একজনের। এই নিয়ে আগুনে পুড়ে মৃত্যু হল এক নাবালিকা, এক পুরুষ-সহ আট জন মহিলার।

ঘটনার পরপরই বিশেষ তদন্তকারী দল গঠন করে রাজ্য সরকার, ঘটনাস্থল পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলে তিনি ক্ষতিপূরণ ঘোষণা করেন। হাইকোর্টের নির্দেশে বর্তমানে এই ঘটনার তদন্ত করেছে সিবিআই।