ক্রীড়া

বিয়ার খাওয়া নিয়ে কাতার বিশ্বকাপে ফরমান

স্পোর্টস ডেস্ক, এনএফবিঃ

এবার বিশ্বকাপে বিয়ার খেতেও নিষেধাজ্ঞা জারি করা হলো। যেহেতু মধ্যপ্রাচ্যের দেশে মদ্যপান নিষিদ্ধ কয়েকটি হোটেলেই বিয়ার বিক্রি করার অনুমতি দেওয়া হয়েছে। মূলত বিদেশি সমর্থকদের জন্য এই ব্যবস্থা করেছে বিশ্বকাপ আয়োজকরা। মাঠে বিয়ার পান করার ক্ষেত্রেও রয়েছে নির্দেশনা। যে মাঠে ম্যাচ অনুষ্ঠিত হবে, সেখান থেকে বেশ খানিকটা দূরে বসানো হবে বিয়ারের স্টল। টাকা দিলেও ইচ্ছে মতো কিনতে পারা যাবে না বিয়ার। চারটির বেশি বিয়ার বিক্রি করা হবে না। শুধু তাই নয়, আপনি প্রাপ্তবয়স্ক তার প্রমাণও দিতে হবে বিয়ার কিনতে গেলে। ২১ বছরের কমবয়সী কাউকে বিয়ার বিক্রি করা যাবে না। ধরা পড়লে কড়া শাস্তি ভোগ করতে হতে পারে সমর্থকদের।

বিশ্বকাপ চলাকালীন নির্দিষ্ট একটি কোম্পানির বিয়ার পাবেন সমর্থকরা। একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে এই দেশটি। তবে বিয়ারের দাম নেহাতই কম নয়। বিশ্বকাপ আয়োজক কমিটির সিইও নাসের আল খাতার জানিয়েছেন, ৫০০ মিলিলিটার বিয়ারের বোতলের দাম ভারতীয় মুদ্রা অনুযায়ী ৯৭৫ টাকা। জল কিনতে গেলেও ‘মোটা’ টাকা খরচ করতে হবে সমর্থকদের। ৫০০ মিলিলিটারের একটি বোতলের জলের দাম ভারতীয় মুদ্রা অনুযায়ী প্রায় ২০০ টাকা।