জেলা

ভাতা পুনর্বহালের দাবিতে সাংগঠনিক বৈঠক সিএসসি – ভিএলই’র

এনএফবি,দক্ষিণ দিনাজপুরঃ

সিএসসি – ভিএলই তথ্য মিত্র কেন্দ্রের পরিষেবা দিতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। তাই তাদের সেই সমস্যা সমাধান হেতু তারা রাজ্যব্যাপী সংগঠন গড়ে তুলেছে। সেই সংগঠনের পক্ষ থেকে আজ সোমবার দক্ষিণ দিনাজপুর জেলা শাখার প্রথম বিশেষ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হলো বালুরঘাটের সিআইটিইউ অফিসে। সংগঠনের দাবি “পরিষেবা প্রদানের জন্য যে যন্ত্রাংশ গুলো দরকার সেগুলি দিতে হবে। রাজ্য ও কেন্দ্রের অনলাইন পরিষেবার কাজ আমাদের দিতে হবে। প্রত্যেক তথ্যমিত্র কেন্দ্রে আধার সেবা,ডিজিটাল ভোটার কার্ডের সেবা, রেশন কার্ডের সেবা পুনরায় চালু করতে হবে। অবৈধভাবে চালু হওয়া ইন্টারনেট পরিষেবা বন্ধ করতে হবে। পূর্বে যে ভাতার ব্যবস্থা ছিল তা পুনর্বহাল করতে হবে।”

মূলত সাত দফা দাবিতে এদিনের এই বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন সিএসসি – ভিএলই ইউনিয়নের রাজ্য সম্পাদক অনির্বাণ রায়, জেলা সিআইটিইউ সম্পাদক অসীম মন্ডল, সিআইটিইউ’র জেলা কমিটির সদস্য শিবাশীষ চক্রবর্তী সহ অন্যান্যরা। আগামী দিনে এই সংগঠনের সদস্যরা তাদের দাবি দেওয়া পূরণের লক্ষ্যে জেলাশাসকের কাছে ডেপুটেশনও জমা দেবেন বলে জানা গেছে।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।