এনএফবি, আলিপুরদুয়ারঃ
ফালাকাটা ব্লকের দক্ষিণ দেওগাঁও খয়েরবাড়ি বন সংলগ্ন এলাকায় শনিবার ভোর বেলা দাঁতালের হানায় ক্ষতিগ্রস্ত দুই বিঘা জমি।
এদিন ভোর চারটে নাগাদ চারটি হাতি জঙ্গল থেকে বেরিয়ে এসে বিকাশ দাস ও সুধীর দাসের ধান ক্ষেতে হানা দেয়। বিঘা দুয়েক ধান ক্ষেত তছনছ করে ফেলে তারা। বিকাশ দাসের অভিযোগ, ইতিপূর্বে বহুবার হাতির হানায় ক্ষতিগ্রস্ত হয়েছে তার উৎপাদিত ফসল। কিন্তু বন দপ্তরের পক্ষ থেকে কোনো ক্ষতিপূরণ মেলেনি।
বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন দক্ষিণ খয়েরবাড়ির বিট অফিসার জনার্দন চৌধুরী। সরকারি নিয়মে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানান তিনি।