ক্রীড়া

অজিদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের ভেন্যু বদল করছে পাকিস্তান

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

২৪ বছর পরে পাকিস্তানের মাটিতে সিরিজ খেলতে গিয়েছে অস্ট্রেলিয়া। তার মধ্যেই এই ঐতিহাসিক সিরিজে বিতর্ক। ইমরান খানের সরকার চাপের মুখে। একের পর এক মন্ত্রী ইস্তফা দিয়েছেন। ইমরানের দল ‘তেহেরেকি ইনসাফ দল ছাড়ছেন’ একধিক নেতা। যে কোনও সময়ে ইমরান সরকারের পতনও হতে পারে। রাজধানী ইসলামাবাদের পরিস্থিতি উত্তপ্ত। একের পর এক সভা, মিটিং মিছিল চলছে। আগামী ২৯ মার্চ, ৩১ মার্চ এবং ২ এপ্রিল তিনটে একদিনের সিরিজের ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া ও পাকিস্তান। রাওয়ালপিণ্ডিতে ম্যাচ খেলার কথা থাকলেও দুই দলের ক্রিকেটারদের থাকার কথা ইসলামাবাদে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে অস্ট্রেলিয়া দলকে রাজধানী শহরে রাখলে প্রশ্ন উঠতে পারে নিরাপত্তা নিয়ে। সেই ঝুঁকি কোনও ভাবেই নিতে চাইছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড। তাই ম্যাচের স্থান বদলের সিদ্ধান্ত নেওয়া হল। রাওয়ালপিণ্ডি থেকে ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে লাহোরে। সেখানেই ২১ মার্চ তৃতীয় টেস্ট খেলবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। সেখান থেকেই সীমিত ওভারের সিরিজ খেলবে দুই দেশ। দেশের রাজনৈতিক পরিস্থিতির কথা মাথায় রেখে ইমরান, পিসিবি চেয়ারম্যান রামিজ রাজাকে ম্যাচের স্থান বদল করতে অনুরোধ করেন। ইমরানের দেশে খেলতে যাওয়ায় গত বছর প্রাণের হুমকি পান নিউজিল্যান্ড ক্রিকেটারেরা। একটাও ম্যাচ না খেলে পাকিস্তান ছেড়েছিল। তারপর ইংল্যান্ডও সিরিজ খেলতে যায়নি। তবে অস্ট্রেলিয়া খেলতে গিয়েছে ইমরানের দেশে। এখানেও তাঁদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল। যা পাকিস্তান ক্রিকেটকে ফের প্রশ্নের মুখে ফেলে দিল।