নেতার বোতল, ব্যাগ বয়ে পঞ্চায়েতের টিকিট মিলবে না- বার্তা অভিষেকের
এনএফবি, কোচবিহারঃ
আগামী পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে দলের কর্মীদের চাঙ্গা করতে এবং উত্তরবঙ্গকে বাড়তি গুরুত্ব দিচ্ছে তৃণমূল। ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে উত্তরবঙ্গ জুড়ে একাধিক কর্মসূচি নিচ্ছে তৃণমূল কংগ্রেস। শনিবার কোচবিহার জেলার মাথাভাঙা কলেজের মাঠে তৃণমূল কংগ্রেসের তরফে বিশাল জনসভার আয়োজন করা হয়। সেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিনের সভার শুরুতে মনীষী পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান করেন এবং পঞ্চানন বর্মার প্রসঙ্গ টেনে রাজবংশী সম্প্রদায়ের মন ছোঁয়ার চেষ্টা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সেই সভায় দাঁড়িয়ে অভিষেক বলেন, ‘‘২০২১ সালের নির্বাচনে ৭টি বিধানসভায় আপনারা বিজেপিকে জিতিয়েছিলেন, আপনারা লোকসভাতেও জিতিয়েছেন বিজেপিকে। কিন্তু এখানকার সাংসদদের উত্তরবঙ্গ নিয়ে লোকসভায় বলতে শুনিনি।’’
একই সঙ্গে স্বীকারোক্তির সুরে অভিষেক জানান, গত পঞ্চায়েত ভোটে তাঁর দলের বেশ কিছু ভুল হয়েছে। সভায় জনসমাগম দেখে অভিষেকের মন্তব্য, “তবে এখানে যে লোক দেখলাম, এটা পালাবদলের সমাবেশ। এখান থেকেই পরিবর্তনের আভাস পাচ্ছি।’’
পরক্ষণেই দলীয় নেতাদের তাঁর বার্তা, “কোনও কোনও নেতাকর্মীর ব্যক্তিগত স্বার্থের জন্য আমাদের দলের নাম খারাপ হচ্ছে। তবে আমি তাদেরও ছেড়ে কথা বলব না। কোনও দাদার ছত্রছায়ার থেকে,বোতল বয়ে পঞ্চায়েতে টিকিট পাওয়া যাবে না। যাঁরা মানুষের সঙ্গে থাকবে তাদেরই দল টিকিট দেবে। মানুষ যাঁদের সার্টিফিকেট দেবে তাঁদের দল টিকিট দেবে।”
নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।