স্থানীয়

অজানা জন্তুর পায়ের ছাপ ঘিরে আতঙ্ক

এনএফবি, ঝাড়গ্রামঃ

বৃহস্পতিবার ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের আমদই গ্রামের মাঠের জমিতে অজানা জন্তুর পায়ের ছাপ দেখতে পায় এলাকার বাসিন্দারা। বিষয়টি জানাজানি হলে গোটা এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় স্থানীয় বনদফতরকে। ঘটনাস্থলে গিয়ে তারা অজানা জন্তুর পায়ের ছাপের নমুনা সংগ্রহ করে তদন্তে পাঠায়। বনদফতরের পক্ষ থেকে জানানো হয় যে এটা বাঘের পায়ের ছাপ নয়, তবে হুড়াল অথবা নেকড়ে জাতীয় বড় জন্তুর পায়ের ছাপ হবে। জঙ্গল থেকে বেরিয়ে ওই এলাকায় অজানা জন্তুটি চলে এসেছিল বলে বনদফতরের অনুমান। বন দফতরের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তবে আতঙ্কিত না হওয়ার জন্য আবেদনও জানানো হয়েছে। কিন্তু আমদই গ্রামের বাসিন্দাদের আশঙ্কা ওই অজানা জন্তুর পায়ের ছাপ বাঘের পায়ের ছাপ হবে। যার ফলে রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছেন ওই এলাকার বাসিন্দারা।