রাজ্য

পূর্ব মেদিনীপুরে পঙ্কজ

এনএফবি, পূর্ব মেদিনীপুরঃ

আজ বুধবার পূর্ব মেদিনীপুর সফরে একগুচ্ছ কর্মসূচীতে এলেন কেন্দ্রের অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী। এদিন সকাল সাড়ে দশটা নাগাদ আসেন কোলাঘাটের বড়দাবাড়ে। এখনে কর্মীদের নিয়ে সাংগঠনিক বৈঠক করেন।পরে তমলুকে সারা দিনের কর্মসূচী করবেন। পাশাপাশি নন্দকুমার বিধানসভার বিজেপি কার্যকর্তাদের নিয়ে বৈঠক সারবেন। বিকেলে মহিষাদল ও হলদিয়ায় বৈঠক সারনে। এ দিন হলদিয়াতে রাত্রিবাস করে পরের দিন সকালে স্বচ্ছ অভিযান ও সাংগঠনিক বৈঠক সেরে ফিরবেন।

আজ সকালে প্রথম বিজেপি কার্যকর্তাদের নিয়ে কোলাঘাটের বড়দাবাড়ে প্রথম বৈঠক সারলেন এদিন পঞ্চায়েত নির্বাচনে রাজ্য পুলিশ দিয়ে ভোট প্রক্রিয়া চলবে এই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পঙ্কজ চৌধুরী জানান, এটা পশ্চিমবঙ্গের পুরানো পদ্ধতি। এই লড়াই ভারত সরকার নজরে রাখছে। এছাড়া সমবায় নির্বাচনে বিজেপি প্রার্থী দিতে গিয়ে সমস্যায় পড়ছে এই নিয়ে বলেন, স্থানীয় নেতৃত্বরা সমবায় নির্বাচনে লড়ছে। বহু সীটে জিতেছে। বাকি সীটে লড়ছে। এদিনের এই কর্মসূচীতে জেলা ও রাজ্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।