ক্রীড়া

শাস্তির মুখে পন্থ

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

এবার শাস্তির মুখে দিল্লি ক্যাপিটালস অধিনায়ক ক্যাপ্টেন ঋষভ পন্থ । শেষ ওভারের তৃতীয় বলে আম্পায়ার নো বল না দেওয়ায় পন্ত দলকে মাঠ থেকে প্রথমে তুলে নেওয়ার চেষ্টা করেন। পরে সহকারী কোচ প্রবীণ আমরেকে মাঠে পাঠিয়ে আম্পায়েরর বিরোধও করেন। এই ঘটনায় পন্তের দলেরই আরেক সহকারী কোচ শেন ওয়াটসন তাঁর সমালোচনা করেছেন। এবার আইপিএল তাঁর ম্যাচ থেকে প্রাপ্ত ১০০ শতাংশ বেতনই কেটে নিল। আইপিএলের আর্টিকেল ২.৭-র অনুযায়ী শৃঙ্খলার দ্বিতীয় লেভেল ভাঙায় তাঁকে এই শাস্তি দেওয়া হয়েছে।আইপিএলের ২.২ ধারায় দ্বিতীয় লেভেল ভাঙায় তাঁরও পন্থের মতো গোটা ম্যাচের বেতনই কাটা গিয়েছে। পাশাপাশি তাঁকে এক ম্যাচের জন্য নির্বাসিতও করা হয়েছে। পন্থের আরেক সতীর্থ শার্দুল ঠাকুরকেও মাঠের বাইরে আম্পায়ারের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করতে দেখা যায়। তাঁকে ২.৮ ধারায় শাস্তি দেওয়া হয়েছে। শার্দুলের ম্যাচের ৫০ শতাংশ বেতন কাটা হয়েছে। তিন জনেই নিজেদের দোষ স্বীকার করে এই শাস্তি মেনে নিয়েছেন ।২.৮ ধারায় শাস্তি দেওয়া হয়েছে। শার্দুলের ম্যাচের ৫০ শতাংশ বেতন কাটা হয়েছে।