ক্রীড়া

শ্রীলঙ্কার বিরুদ্ধে টি২০ সিরিজে নেই পন্থ

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

শুধুমাত্র বিরাট কোহলি নন। ঋষভ পন্থও রবিবার ইডেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টি২০ থেকে বিশ্রাম নিচ্ছেন। আসলে পন্থ পুরো দক্ষিণ আফ্রিকা সফরে খেলার পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজ ও টি ২০ সিরিজের প্রথম দুটি ম্যাচ খেলেন। সেই কারণে উইকেটকিপার পন্থকে শ্রীলঙ্কার বিরুদ্ধে ফিট রাখতে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল টিম ম্যানেজমেন্ট থেকে।তাঁর অনুপস্থিতিতে ইডেনে তৃতীয় টি২০ ম্যাচে প্রথম একাদশে জায়গা কার্যত পাকা হয়ে গেল আইপিএল (IPL) নিলামে রেকর্ড দাম পাওয়া তরুণ উইকেটকিপার ব্যাটার ঈশান কিষাণের। শ্রীলঙ্কা সিরিজের পর আইপিএল (IPL)ও রয়েছে। ঠাসা ক্রীড়াসূচির কথা ভেবেই পন্থ বিশ্রাম নিতে চেয়েছিলেন। শুধু ইডেনে তৃতীয় টি২০ ম্যাচে নয়, আগামী বৃহস্পতিবার থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে শুরু তিন ম্যাচের টি২০ সিরিজেও থাকবেন না পন্থ। ভারতীয় টিম ম্যানেজমেন্ট জৈব সুরক্ষা বলয়ের ক্লান্তি এড়াতে, ক্রিকেটারদের চনমনে রাখতে তাঁদের প্রয়োজনমতো বিশ্রাম দিয়ে ঘুরিয়ে-ফিরিয়ে খেলানোর সিদ্ধান্ত নিয়েছে। ইডেনে দ্বিতীয় টি ২০ আন্তর্জাতিক জিতে ক্যারিবিয়ান সিরিজ পকেটে পুরে নিয়েছে ভারত। এই ম্যাচের সেরা হন ঋষভ। ২৮ বলে ৫২ রানের ঝোরো ইনিংস খেলেন ঋষভ পন্থ। তাঁর ঝোড়ো ইনিংস সাজানো ৭টি চার ও একটি ছয় দিয়ে৷ টি২০ ম্যাচে বেশ কিছু দিন ধরে নিজের ফর্মের ধারে কাছে ছিলেন না ঋষভ পন্থ, তাই এদিন তাঁর ফর্মে ফেরায় খুশি তাঁর ফ্যানরা৷ এদিন অর্ধশতরান করে ধোনির একটি রেকর্ডও ভাঙেন ঋষভ। ভারতীয় উইকেটরক্ষক হিসেবে এখনও আন্তর্জাতিক টি-২০তে সর্বাধিক অর্ধশতরান তাঁর নামে। আন্তর্জাতিক টি২০ তে ধোনির অর্ধশতরানের সংখ্যা ছিল দুই। আর ঋষভ গতকাল নিজের তৃতীয় অর্ধশতরান করে ধোনির সেই রেকর্ড ভাঙেন। সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে ভাইরাল হয়ে যায় তাঁর এক হাতে মারা হেলিকপ্টার শট৷ এই শটটি তিনি মারেন ভারত বনাম ওয়েস্টইন্ডিজ টি২০ ম্যাচের ১৮তম ওভারে৷ ওয়েস্টইন্ডিজ বোলার জেসন হোল্ডারকে ওভার মিড উইকেটের উপর দিয়ে বিশাল ছয় মারেন তিনি৷ ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার পর ঋষভ পন্থ অবশ্য জানান, মিডল অর্ডারে ব্যাট করতে স্বচ্ছন্দ হলেও দলের প্রয়োজনে যেখানে দরকার হবে সেখানেই তিনি খেলতে বদ্ধপরিকর৷ ঋষভের ইনিংসের উপর ভর করে ভারতের ইনিংস শেষ হয় ১৮৬ রানে। পরে মাত্র তিন উইকেট হারিয়ে ১৭৮ রানই তুলতে পারে ক্যারিবিয়ান ব্যাটাররা। ভারত ম্যাচ জেতে ৮ রানে। রবিবার দর্শকপূর্ণ ইডেনে রোহিতের ভারত নামবে হোয়াইট ওয়াশের লক্ষ্য নিয়ে।

আরও পড়ুনঃ সিরিজ জিতল ভারত, ইডেনে দেখা যাবে না বিরাট শো, ছাড়লেন কলকাতা