জেলা

প্লাস্টিকমুক্ত শহর গড়ায় লক্ষ্য-শপথ নিয়ে জানালেন পাপিয়া

এনএফবি, জলপাইগুড়িঃ

সবুজায়নের সঙ্গে বায়ুদূষণ ও প্লাস্টিক মুক্ত শহর গড়তে চাই, শপথ নিয়ে প্রথম প্রতিক্রিয়া জলপাইগুড়ি পুরসভার চেয়ারপার্সন পাপিয়া পালের ।

বুধবার এক জমজমাট অনুষ্ঠানের মধ্যে দিয়ে শপথ গ্রহণ করলেন জলপাইগুড়ি পুরসভার নব নির্বাচিত প্রতিনিধিরা ৷ এরপরেই দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সভা থেকে সর্বসম্মতিক্রমে ৭ নম্বর ওয়ার্ড থেকে জয়ী তৃণমূল কাউন্সিলর পাপিয়া পাল প্রথম মহিলা চেয়ারপার্সন হিসেবে শপথ নেন,এবং ভাইস চেয়ারম্যান হিসেবে সৈকত চট্টোপাধ্যায় কে মনোনীত করেন। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত সংবাদ মাধ্যমের সামনে পুরসভার চেয়ারপার্সন হিসেবে প্রথম প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, অন্যান সব নাগরিক পরিষেবা সঠিক ভাবে পরিচালিত করার সঙ্গেই শহরকে আরও সবুজে ভরে দেওয়ার পাশাপাশি প্লাস্টিক মুক্ত এবং দূষণের হাত থাকে রক্ষা করার মতো কাজ গুলোকে প্রাধান্য দেওয়া হবে।