প্যারাসুটে স্পাই ক্যামেরা ও সার্কিট বোর্ড উদ্ধার ঘিরে চাঞ্চল্য নন্দীগ্রামে

এনএফবি, পূর্ব মেদিনীপুরঃ

প্যারাসুট স্পাই ক্যামেরা ও সার্কিট বোর্ড উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো নন্দীগ্রাম-১ ব্লকের সোনাচূড়া গ্রাম পঞ্চায়েত এলাকার গোল পাড়ায়।

জানা গেছে, শুক্রবার সকালে এলাকার মানুষজন মাঠের মধ্যে স্পাই ক্যামেরা লাগানো প্যারাসুটের অংশ ও সার্কিট বোর্ড দেখতে পান। তারা কিছু বুঝে উঠতে পারলেন না কি ভাবে এটা এখানে এলো। পরে তারা সেগুলি সংগ্রহ করে সোনাচূড়া বাজারে নিয়ে আসেন। প্রত্যেকের মনের প্রশ্ন উঠতে শুরু করেছে, আদপে এটা কিসের সার্কির বোর্ড! সেটা প্যারাসুটের মধ্যেই বা কেন? এই এলাকায় কোন প্যারাসুট রাইডিং হয় না, তাহলে কোথা থেকে এলো এই প্যারাসুট? কি কাজে কেই বা ব্যবহার করেছে? চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয়েছে নন্দীগ্রাম থানার পুলিশ।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।