ফিচারস্থানীয়

[:en]ভর্তির দাবিতে বহরমপুরে অভিভাবকদের বিক্ষোভ[:]

[:en]

এনএফবি, মুর্শিদাবাদঃ

পঞ্চম শ্রেণীতে ভর্তির দাবিতে প্রধান শিক্ষিকাকে ঘিরে বিক্ষোভ বহরমপুর কাশীশ্বরী বালিকা বিদ্যালয়ে। বুধবার দুপুরে বহরমপুর মহারানী কাশীশ্বরী বালিকা বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে ছাত্রীদের ভর্তির দাবিতে বিক্ষোভ অভিভাবকদের।

এদিন অভিভাবকরা জানিয়েছেন, যেসব ছাত্রীরা কাশেশ্বরী প্রাইমারি স্কুলে শিশু শ্রেণী থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করে পঞ্চম শ্রেণীতে ভর্তি হতে গেলে সেখানে মাত্র ২৫০ জন ছাত্রীকে ভর্তি নেওয়া হয়। বাকিদের ভর্তি নেওয়া হয়না। প্রায় ৩৫০ জন ছাত্রী কাশেশ্বরী প্রাইমারির চতুর্থ শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীতে ভর্তির জন্য আবেদন পত্র জমা দেয়। অভিযোগ, বহরমপুর মহারানী কাশীশ্বরী স্কুলের প্রধান শিক্ষিকা তাঁদের জানিয়েছেন এই স্কুলে ২৫০ জনের বেশি ছাত্রী ভর্তি নেওয়ার ব্যবস্থা নেই। স্কুল ক্যাম্পাস থেকে প্রথমে ৫০০ মিটার ও পরে ৩ কিলোমিটার পর্যন্ত ছাত্রীদের ভর্তি নেওয়া হবে। বাকি ছাত্রীদের স্কুলে ভর্তি নেওয়া হবে না। বাকি ৯৮ জন ছাত্রীর ভবিষ্যৎ কি হবে এই নিয়ে প্রধান শিক্ষিকার ঘরের সামনে বিক্ষোভ দেখায় অভিভাবকগণ।

[:]