জেলা

পড়ুয়াদের পাতে পচা সবজি, স্কুলের গেটে তালা ঝোলানোর হুঁশিয়ারি অভিভাবকদের

এনএফবি, মুর্শিদাবাদঃ

মিড-ডে মিলের খাবারে নিম্ন মানের সামগ্রী দেওয়ার অভিযোগ তুলে শিক্ষকদের ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের। ঘটনাটি ঘটেছে রানীনগর থানার কাতলামারী উচ্চ বিদ্যালয়ে।

ঘটনার পর মঙ্গলবার স্কুল চত্বরে উত্তেজনার সৃষ্টি হয়। স্কুলের পরিচালন সমিতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও করেন অভিভাবকরা।

অভিভাবকদের দাবি, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে মিড-ডে মিলের খাবারে পচা চাল, ডাল খাওয়ানো হচ্ছে। এমনকি পচা সবজিও রান্না করার অভিযোগ উঠছে শিক্ষকদের বিরুদ্ধে। আলু, ফুলকপি-সহ অন্যান্য ভালো সবজি রান্না করা হয় না। পরিবর্তে নিম্ন মানের পচা সবজির তরকারি রান্না করে পড়ুয়াদের খাওয়ানো হয় বলেও অভিযোগ উঠছে।

কাতলামারী উচ্চ বিদ্যালয়ের আগের একজন শিক্ষক মিড-ডে মিলের ফান্ডের ৫০ হাজার টাকা আত্মসাৎ করেছেন বলেও বিস্ফোরক অভিযোগ উঠল ওই শিক্ষকের বিরুদ্ধে। ঘটনায় শিক্ষকদের সঙ্গে অভিভাকদের বাকবিতন্ডা শুরু হয়।

খাবার মান উন্নত না হলে স্কুলের গেটে তালা ঝুলিয়ে দেওয়ার হুঁশিয়ারি দেয় অভিভাবকরা।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

1 thought on “পড়ুয়াদের পাতে পচা সবজি, স্কুলের গেটে তালা ঝোলানোর হুঁশিয়ারি অভিভাবকদের

Comments are closed.