ফিচাররাজ্য

ডিভিশন বেঞ্চের রায়ে সাময়িক স্বস্তি পার্থর, বুধবার শুনানি

এনএফবি, কলকাতাঃ

ডিভিশন বেঞ্চের রায়ে সাময়িক স্বস্তি। মঙ্গলবার সিবিআই দপ্তরে হাজিরা দিতে হবে না প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। উল্লেখ্য, কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার মধ্যে সিবিআই দফতরে হাজিরা দিতে হবে পার্থকে।

সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতা করে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন পার্থর আইনজীবীরা। সেই আবেদনের ভিত্তিতেই এই নির্দেশ দিল ডিভিশন বেঞ্চ। নির্দেশিকায় বলা হয়েছে, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চের রায়ের বলে এসএসসি সংক্রান্ত যে সমস্ত মামলায় সিবিআই পদক্ষেপ করতে শুরু করেছিল, তার উপর আপাতত স্থগিতাদেশ দেওয়া হল। ফলে আপাতত বুধবার সকাল পর্যন্ত কোনও পদক্ষেপ করতে পারবে না সিবিআই। বিচারপতি সুব্রত তালুকদারর ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, দুই এজলাসে একই মামলা একসঙ্গে চলতে পারে না। মামলার পরবর্তী শুনানি বুধবার সকাল সাড়ে দশটায়।

আরও পড়ুনঃ পার্থকে সিবিআইয়ের কাছে হাজিরার নির্দেশ আদালতের