ফিচাররাজ্য

ইডির তলবে আমেরিকা থেকে ফিরে সিজিওতে পার্থর জামাই কল্যাণময়

এনএফবি, কলকাতাঃ

এসএসসি দুর্নীতি মামলায় এবার ইডির মুখোমুখি হলেন পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য। ইডির তলবে আমেরিকা থেকে দেশে ফিরে সোজা সিজিও কমপ্লেক্সে গিয়েছেন তিনি। এর আগেও তাঁকে দু’বার তলব করেছিল ইডি। অবশেষে সোমবার কলকাতায় ফিরেই ইডির দফতরে যান তিনি। তাঁর কাছ থেকে একাধিক তথ্য পাওয়া যাবে বলে মনে করছেন তদন্তকারীরা।

শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে ২৩ জুলাই প্রাক্তন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। তদন্তে উঠে আসে পার্থর একাধিক সম্পত্তির হদিস যা কল্যাণময়ের নামে রয়েছে । শুধুমাত্র কলকাতা নয় রাজ্যের বিভিন্ন প্রান্তেই কল্যাণময়ের নামে সম্পত্তির খোঁজ পান তদন্তকারীরা। এমনকী, পশ্চিম মেদিনীপুরের পিংলায় স্ত্রীর স্মৃতিতে তৈরি স্কুলেরও ডিরেক্টর কল্যাণময় ভট্টাচার্য । গত ১৪ সেপ্টেম্বর সেখানে গিয়ে জিজ্ঞাসাবাদ করে ইডি। বিসিএম ইন্টারন্যাশনাল নামে পিংলার ওই স্কুলের ডিরেক্টর পার্থ চট্টোপাধ্যায়ের জামাই। জানা গিয়েছে, সেই স্কুলে পার্থ চট্টোপাধ্যায় অন্তত ১৫ কোটি টাকা বিনিয়োগ করেছেন। আর সেই তথ্যের ভিত্তিতেই কল্যাণময়কে দুপুর ২টো থেকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। এখন তদন্তের কাজ কোনপথে এগোবে সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল ৷

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।