পেলে, মারাদোনা, সোবার্স গেট উদ্বোধন করবেন মার্তিনেজ
অঞ্জন চট্টোপাধ্যায়, এনএফবিঃ
আগামী ৪ জুলাই মোহনবাগান ক্লাবে আসছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ। সেদিনই পেলে, মারাদোনা এবং গ্যারি সোবার্স গেট উদ্বোধন করবেন তিনি। এদিন মোহনবাগান ক্লাবে কার্যকরী কমিটির সভায় এমন সিদ্ধান্ত হল। সেদিন মোহনবাগান একাদশ বনাম পুলিশ একাদশ ম্যাচ হবে। মোহনবাগান একাদশ দলের কোচ হবেন মানস ভট্টাচাৰ্য, সত্যজিৎ চট্টোপাধ্যায়। ২০ জুলাই প্রাক্তন বাগান সচিব অঞ্জন মিত্রর নামে মিডিয়া সেন্টার উদ্বোধন হবে ক্লাবে। একইসঙ্গে এদিন মোহনবাগান কর্তারা এটিকে নাম সরানোর জন্য সঞ্জীব গোয়েঙ্কাকে ধন্যবাদ জানালেন।
বাগান সচিব দেবাশিস দত্ত জানালেন, “মারাদোনার নামে ওদের দেশের বিশ্বকাপজয়ী একজন উদ্বোধন করবেন এরথেকে আনন্দের খবর কিছু হতে পারে না। মোহনবাগানের নাম আবার সারা বিশ্বের কাছে গর্বিত হবে। তবে আমরা এখানেই থেমে নেই আরও কিছু কাজ ক্লাবের উন্নতির জন্য করব। মোহনবাগান মানে ইতিহাস পেলে বলেছিল ভারতের ক্লাব বলতে শুধু মোহনবাগানকেই জানি। গাভাসকর একডাকে চলে এলো। আমরাই পারি।”

ইস্টবেঙ্গলের ক্রাউডফ্রান্ডিং নিয়ে বাগান সচিব জানালেন, ” এটা যার যার ব্যাপার। সব বিষয়ে সমালোচনা করা ঠিক না। ওদের ক্লাব ওরা কীভাবে চালাবে ওদের ব্যাপার। তবে আমি খারাপ কিছু দেখছি না।ক্লাব বিপদে পড়েছে কাদের কাছে যাবে সমর্থকদের কাছেই তো যাবে। আমাদেরও একসময় এমন পরিস্থিতি তৈরী হয়। আমরাও ভেবেছিলাম এমন করবো কিন্তু শেষ অবধি হয়নি। ওরা এগিয়ে যাক আমার শুভকামনা সবসময় ওদের সঙ্গে আছে। কারণ বাংলার ফুটবল মানেই মোহনবাগান ও ইস্টবেঙ্গল।”