এনএফবি, পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর শহরের বারো ভাটিয়া এলাকায় মঙ্গলবার সকালে চা চক্রে যোগ দিয়ে রাজনৈতিক আলোচনায় বসেছিলেন। ঠিক সেই সময়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে মন্তব্য ছুঁড়ে দিলেন।
প্রসঙ্গত মঙ্গলবার মেদিনীপুরে মুখ্যমন্ত্রী সফরে আসছেন এবং বুধবার কলেজ ময়দানে সভা করবেন দলনেত্রী সেই সভা থেকেই একাধিক প্রকল্পের প্রতিশ্রুতি দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রসঙ্গ নিয়েই কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। পাশাপাশি তিনি আরও বলেন ,”আমি এখানকার সাংসদ হিসেবে মুখ্যমন্ত্রী কে স্বাগত জানাচ্ছি, তবে শুধু প্রতিশ্রুতি নয় কাজ করে দেখান। অনেক প্রতিশ্রুতি শুনেছি। লোকে বলছে প্রতিশ্রুতি দিদি।অন্যদিকে উনি দু চার মাস এলে রাস্তা গুলো ভালো হয়। খানাখন্দ বন্ধ করা হয়।” অন্যদিকে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর কার্যালয়ে পুলিশ যাওয়া প্রসঙ্গ টেনে তিনি বলেন, ” ভয় দেখিয়ে চমকিয়ে বিজেপিকে আটকানো যাবে না, এবারে মুখ্যমন্ত্রীকে হারিয়ে দিয়েছেন পরের বারে পুরো পর্টিটাকে হারিয়ে দেবেন। ওনাদের কোনো সংগঠন নেই শুধু পুলিশ আর গুন্ডা রয়েছে।”
পাশাপাশি বিমল গুরুং প্রসঙ্গ নিয়ে তিনি বলেন, “গত ৫ বছর তাকে দেখা যায়নি, নিজের প্রভাব পুনরায় ফেলার জন্য দিদির সঙ্গে সেটিং করে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। দিদি বলছেন নির্বাচন চাই উনি বলছেন নির্বাচন চাই না এইরকম ড্রামা করে প্রচারে আসতে চাইছেন,আর কিছু না।” পাশাপাশি অর্জুন সিংয়ের বৈঠকের পর তৃণমূলে যোগদান করার প্রসঙ্গ নিয়ে দিলীপ ঘোষ বলেন,” উনি দলের একজন বলিষ্ঠ নেতা, মনোমালিন্য হলে দল সেটা মিটিয়ে নেবে।”