প্রতিবেশীর হাসুয়ার কোপে জখম ব্যক্তি
এনএফবি, মুর্শিদাবাদঃ
প্রতিবেশীর হাসুয়ার কোপে জখম এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাণীনগর থানা এলাকার রানীনগর পূর্বপাড়া গ্রামে। জখম ব্যক্তির নাম মতিউর রহমান। মতিউর রহমান চাষের জমিতে পাটের বীজ বুনতে গিয়েছিলেন, কৃষি জমিতে কর্মরত অবস্থায় প্রতিবেশী নাজিবুল হোসেন হঠাৎ করেই মতিউর রহমানের উপর চড়াও হয়ে ধারালো হাসুয়ার কোপ মারে বলে অভিযোগ।
ঘটনাস্থলে গুরুতর জখম হয় আক্রান্ত মতিউর, তার বাম হাত কেটে মাটিতে পড়ে যায় বলেও জানা যায়।

স্থানীয়রা তড়িঘড়ি তাকে উদ্ধার করে গোধনপাড়া হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা করার পর অবস্থার অবনতি ঘটায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে তাকে স্থানান্তরিত করা হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রাণীনগর থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত নাজিবুল হোসেন নেশাগ্রস্থ ব্যাক্তি। ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।