স্থানীয়

মিড-ডে মিলের চালে প্লাস্টিক, অভিযোগ ঘিরে চাঞ্চল্য

এনএফবি, পূর্ব মেদিনীপুরঃ

এবার মিড ডে মিলের চালের সাথে প্লাস্টিকের চাল মেশানোর অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়াল পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে ৷

জানা গিয়েছে, সোমবার কোলাঘাট যোগেন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ে মিড ডে মিলের চাল দেওয়া হয়েছিল ৷ বাড়িতে আনতে পরিবারের সদস্যদের বক্তব্য ওই মিড ডে মিলের চালের সঙ্গে মেশানো রয়েছে প্লাস্টিকের চাল, যা জলে ভিজলে অন্যরকম রূপ ধারণ করছে ৷ তা ঘিরে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকা জুড়ে ৷ জানা গিয়েছে অষ্টম শ্রেণীর ছাত্রী শ্রেয়া দাস ও প্রিয়া সাহু গতকাল মিড ডে মিলের চাল পেয়েছে স্কুল থেকে ৷

মঙ্গলবার সেই খবর পেয়ে এলাকা পরিদর্শনে যান কোলাঘাট ব্লক কংগ্রেসের সভাপতি সমীর হোসেন ৷ এইদিন পরিদর্শনের পাশাপাশি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দোষীদের বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করার দাবি করলেন এই কংগ্রেস নেতা।