স্থানীয়

গোপীবল্লভপুরে বৌদিকে খুনের অভিযোগ দেওরের বিরুদ্ধে, তদন্তে পুলিশ

এনএফবি, ঝাড়গ্রামঃ

রহস্যজনক ভাবে গ্রামের পার্শ্ববর্তী ফাঁকা মাঠ থেকে উদ্ধার হল গোপীবল্লভপুরের ভাতভাঁঙ্গা এলাকার এক ধাই মায়ের মৃত দেহ। পারিবারিক বিবাদের জেরে নিজের দেওরের হাতে খুন হয়েছেন ওই মহিলা বলে অভিযোগ মৃতের পরিবারের। রবিবার ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে গোপীবল্লভপুর থানার পুলিশ। সেই সঙ্গে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে পাঠায়। জানা গেছে,মৃত মহিলার নাম সুকুমারী দেহুরী (৪৫), বাড়ি গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের সারিয়া ৪ নম্বর অঞ্চলের পূর্ব ভাতভাঁঙ্গা গ্রামে। পেশায় ওই মহিলা একজন গ্রামীণ ধাই মাতা। মৃতের ছেলে লক্ষ্মী দেহুরীর কথা অনুযায়ী জানা গেছে,সুকুমারী শনিবার নিজের গ্রাম থেকে কিছুটা দুরে নোড়িশোল হাটে ছেলের সঙ্গে বাড়ির জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করতে গিয়েছিলেন। কিন্তু হাটের শেষে ধাই মার কাজের কিছু পাওনা টাকা আদায়ের জন্য নিজে হাটে থেকে ছেলেকে বাড়ি পাঠিয়ে দেন। কিন্তু রাত হলেও ওই মহিলা আর বাড়ি ফেরেননি। পরিবারের লোকজন ভাবেন হয়তো ধাই মা’র কাজের প্রয়োজনে কোথাও রাতটা থেকে গেছেন। তবে রবিবার সকালে ওই মহিলার গ্রাম ভাতভাঁঙ্গার পাশাপাশি একটি বাগানের ধারে ফাঁকা জায়গায় উদ্ধার হয় ওই মহিলার মৃতদেহ। পরে গোপীবল্লভপুর থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। রবিবার গোপীবল্লভপুর থানায় সুকুমারী দেহুরীর মৃত্যুর জন্য নিজের কাকার বিরুদ্ধে খুনের অভিযোগ করেছেন মৃতের ছেলে লক্ষ্মী দেহুরী। তাঁর দাবি,তার মাকে আগে বেশ কয়েকবার প্রাণে মেরে দেওয়ার জন্য হুমকি দিয়েছে কাকা। এদিন হাটেও সেই কাকাকে কুড়ুল হাতে ঘুরতে দেখা গেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য তদন্ত শুরু করেছে গোপীবল্লভপুর থানার পুলিশ। মৃত মহিলার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা যায়।