ফিচাররাজ্য

নবান্ন অভিযানের আগেই লকেট, রাহুল, শুভেন্দু কে আটক করল পুলিশ

এনএফবি, কলকাতাঃ

নবান্ন অভিযানে যোগ দিতে যাওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এখানে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, ‘ভারতীয় জনতা পার্টি কখনও বলেনি নির্বাচন ছাড়া চেয়ারে বসে পড়বে। কিন্তু তৃণমূল কংগ্রেস সরকার পশ্চিমবঙ্গকে নর্থ কোরিয়া বানিয়ে দিয়েছে। মুখ্যমন্ত্রী নিজে পালিয়ে গোটা রাজ্যের সিভিক পুলিশ থেকে সকল পুলিশকে রাস্তায় নামিয়েছেন।’ আরও বলেন, ‘আমি জানতাম কোলাঘাট থেকে এলে ধূলাগড়ে আটকাত। পুলিশের ভিতরেও আমার লোক আছে প্রচুর। আমি এখন সাঁতরাগাছি যাওয়ার চেষ্টা করছি। আমি ব্যক্তিবাদে বিশ্বাস করিনা। এটা বিজেপির অনুষ্ঠান।’

নবান্ন অভিযানে লকেট চট্টোপাধ্যায়, রাহুল সিনহা, শুভেন্দু অধিকারীকে বাধা দিল পুলিশ । পুলিশের সঙ্গে বচসা বেঁধে যায় শুভেন্দুর। বলেন, ‘ইয়ার্কি মারছেন আমার সঙ্গে?’ এরপর বচসা আরও বাড়তে থাকায় পুলিশের প্রিজন ভ্যানে প্রথমে তোলা হয় লকেট চট্টোপাধ্যায়, রাহুল সিনহাকে। পরে ভ্যানে তোলা হয় বিরোধী দলনেতাকে।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।