সাংস্কৃতিক কর্মীদের নীরব প্রতিবাদেও পুলিশি বাধা

এনএফবি, মুর্শিদাবাদঃ

আনিস হত্যা তদন্তের দাবিতে বহরমপুরে সাংস্কৃতিক কর্মীদের নীরব প্রতিবাদেও বাধা পুলিশের। কেড়ে নেওয়া হল দাবি সম্বলিত পোস্টার। পরে ১৫ মিনিটের জন্য কর্মসূচি করতে অনুমতি দেয় পুলিশ।

উল্লেখ্য, শনিবার বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে আলিয়ার পড়ুয়া আনিস খানের মৃত্যুর ঘটনার প্রতিবাদে কর্মসূচির আহ্বান জানিয়ে পুলিশের কাছে আবেদন জানানো হয়। প্রশাসন সেই কর্মসূচির অনুমতি দেয়নি। কারণ হিসাবে জানানো হয় মাধ্যমিক পরীক্ষা।

দীপক বিশ্বাস, ব্রিহী নাট্য সাংস্কৃতিক সংস্থা ৷ নিজস্ব চিত্র

এই কর্মসূচির আয়োজক নাট্য সংস্থা ব্রিহীর কর্ণধার দীপক বিশ্বাস সংবাদ মাধ্যমে জানান, প্রশাসন ঘোষিত কর্মসূচির অনুমতি না দেওয়ায় তাঁরা মুখে কালো কাপড় বেঁধে নীরব প্রতিবাদ করবেন বলে জমায়েত হয়েছিলেন। কিন্তু সেখানেও পুলিশ তাদের কর্মসূচিতে বাধা দেন। যদিও পরে পুলিশ এই কর্মসূচির জন্য ১৫ মিনিটের সময় বরাদ্দ করেন।

YouTube player

আরও পড়ুনঃ আনিস খানের মৃত্যুর সাথে জড়িত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পথ অবরোধ