ফিচাররাজ্য

বিরোধী দলনেতার বাড়ির সামনে মোতায়েন পুলিশ

এনএফবি,পূর্ব মেদিনীপুরঃ

ভোররাত থেকে শুভেন্দু অধিকারীর বাড়ির তিন দিকের রাস্তায় পুলিশ মোতায়েন। বাড়ির তিন দিক মিলিয়ে প্রায় একশ থেকে দেড়শ পুলিশ মোতায়ন ছিল। সকালের দিকটা প্রথমত কিছু বুঝতে না পারলেও বেলা বাড়তেই বোঝা যায় শুভেন্দু অধিকারীর হাওড়ার দিকে একটি কর্মসূচিতে যাওয়ার কথা রয়েছে, সেই কারণে হয়তো তিনি যাতে বাড়ি থেকে বের হতে না পারেন, তার প্রথম কৌশল পুলিশের। এমনটাই অভিযোগ করছে বিজেপি। খবর সম্প্রচারের পরে আস্তে আস্তে উঠে যায় পুলিশ, কিন্তু কিছুক্ষণ পর জানা যায় শুভেন্দু অধিকারী বাড়ি থেকে যাতে হাওড়ার দিকে না যেতে পারেন তাই জেলা প্রশাসনের তরফ থেকে একটি চিঠি পাঠানো হয়েছে।

পুলিশ মোতায়েন। নিজস্ব চিত্র

সম্ভবত সেই চিঠিতে উল্লেখ রয়েছে শুভেন্দু অধিকারী তিনি যেন হাওড়ার উদ্দেশ্যে যেতে না পারেন সে কারণেই হয়তো সকাল থেকে তার বাড়ির চারদিক পুলিশ মোতায়েন রয়েছে। কিন্তু বেলা বাড়তেই পুলিশ চলে যান অন্যত্র। কিন্তু একটা প্রশ্ন উঠছে, গতকাল রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কেউ ঠিক একই ভাবে বাড়িতে এক প্রকার গৃহবন্দি করে রাখা হয়েছিল। পরে তিনি সেই বাধা অতিক্রম করে হাওড়ার দিকে রওনা দিলে তাকে প্রাথমিক আটক করা হয়। বিজেপি কর্মীদের বক্তব্য যদি শুভেন্দু অধিকারীকে কোন প্রকার বাড়ি থেকে বের হতে বাধা দেওয়া হয় তাহলে কোন প্রকার মেনে নেবেন না এবং তারা দলীয় ভাবে ব্যবস্থা গ্রহণ করবেন। কিন্তু পুলিশের তরফ থেকে যেটা জানা যাচ্ছে, রাজ্যে যেভাবে হিংসা বিশৃঙ্খলা চলছে সে কারণে পুলিশ রুটিং রোডমার্চ চালাচ্ছে।

নিজস্ব চিত্র

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।