এনএফবি, ঝাড়গ্রামঃ
ফের লালগড়ে মাওবাদী নামাঙ্কিত পোষ্টার উদ্ধার হল। বুধবার সকালে পিএলজিএ এবং সিপিআই মাওবাদীর নামে লাল কালিতে পোষ্টার গুলি দেখতে পাওয়া যায়। প্রশাসনের চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে এই ঘটনা।
লালগড় থানা থেকে প্রায় ৫ কিমি দূরে মেন রাস্তার উপর পাওয়া যায় পোষ্টার গুলি। থানার এত কাছে পোষ্টার পড়ায় খুব স্বাভাবিক ভাবেই প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ। যদিও এব্যাপারে কেউ মুখ খুলতে চাইছেন না। আদিবাসী মূলবাসীদের জল, জঙ্গল , জমির অধিকার এর দাবিতে যুব সমাজকে জনযুদ্ধে সামিল হওয়ার ডাক দেওয়া হয়েছে এই মাওবাদী নামাঙ্কিত পোষ্টারের মাধ্যমে । পাশাপাশি বর্তমান সরকারের সমলাচনা করে দুর্নীতিগ্রস্ত তৃনমূল নেতাদেরকেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে পোষ্টার গুলিতে। সম্প্রতি সিপিআই মাওবাদীদের নামে পোষ্টার পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায়। তবে পিএলজিএ র নামে করে পোষ্টার এই প্রথম। যা যথেষ্ট ভাবাচ্ছে পুলিশ ও গোয়েন্দাদের।
সূত্রের খবর, আগামী বছর ২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচন রয়েছে । তাই পঞ্চায়েত নির্বাচনে প্রভাব খাটানোর জন্য সমাজবিরোধীরা এই ধরনের কার্যকলাপ ঘটাচ্ছে বলে প্রশাসনিক মহলের একাংশের দাবি ।