জেলা

আলু চাষীদের আট দফা দাবিতে অবরোধ

এনএফবি, পশ্চিম মেদিনীপুরঃ

আলু চাষীদের আট দফা দাবিতে চন্দ্রকোনারোড চৌরাস্তা মোড়ে ৬০নং জাতীয় সড়কের উপর আলু ঢেলে পথ অবরোধ অল ইন্ডিয়া কৃষক সভার।

জানা গেছে, হিমঘরে আলু সংরক্ষণে চাষীদের অগ্রাধিকার দেওয়ার দাবি-সহ আলু চাষীদের আট দফা দাবিতে শনিবার বেলা বারোটা নাগাদ গড়বেতা-৩ নং ব্লকের চন্দ্রকোনারোড শহরে মিছিলের শেষে এই অবরোধ করা হয়। দীর্ঘক্ষন ধরে চলে এই অবরোধ করে বিক্ষোভ।

এ দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া কৃষক সভার জেলা সম্পাদক মেঘনাদ ভূঁইয়া, জেলা নেতা সৌগত পন্ডা, সঞ্জয় পাল, স্বপন বারিক, কৃষ্ণ প্রসাদ রায়- সহ একাধিক নেতৃত্ব।

অবরোধের ফলে তীব্র যানজটের সৃষ্টি হয় গোটা শহর জুড়ে। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।