জেলা

কাঁচামালের মূল্য বৃদ্ধিতে সমস্যায় কোলাঘাটের মৃৎশিল্পীরা

এনএফবি,পূর্ব মেদিনীপুরঃ

দীর্ঘ দুই বছর করোনা আবহের কারণে থমকে ছিল বিভিন্ন ধর্মীয় রীতিনীতি এবং আচার অনুষ্ঠান ৷ তবে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতেই আবার শুরু হয়ে গেছে বিভিন্ন ধর্মীয় রীতিনীতি এবং আচার অনুষ্ঠান ৷

দীর্ঘ দুই বছর ধরে এলাকার বিভিন্ন মৃৎশিল্পীদের আয় তলানিতে পৌঁছেছিল ৷ সংসার চালাতে কার্যত হিমশিম খেতে হচ্ছিল তাদের ৷ এরই মাঝে এই বছর বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবে ভালো কাজের আশা দেখছিলেন তারা ৷ পাশাপাশি রুজি রোজগার বাড়বে বলে দাবিও করেছিলেন তারা ৷ কিন্তু প্রতিমা তৈরির কাঁচামালের মূল্য বৃদ্ধির কারণে ফের পিছিয়ে পড়ছে এলাকার মৃৎশিল্পীরা ৷ একদিকে বিভিন্ন ক্লাব সংগঠনগুলো বেশি বাজেটের প্রতিমা নিতে অপারক, অপর দিকে বায়না না পেয়ে কার্যত দিশেহারা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এলাকার মৃৎশিল্পীদের ৷ পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের বিভিন্ন মৃৎশিল্পীদের দুর্দশার ছবি উঠে এসেছে ৷

নিজস্ব চিত্র

এইদিন, তারা জানান প্রতিমার জিনিস পত্রের দাম আকাশ ছোঁয়া, সেইখানে বিভিন্ন ক্লাব সংগঠনকে যখনই প্রতিমার দাম বাড়ানোর কথা বলা হচ্ছে কার্যত পিছপা হচ্ছে বিভিন্ন সংগঠন ৷ এই পরিস্থিতিতে স্বল্প কাজ নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে তাদের। যারফলে কার্যত দুশ্চিন্তায় দিন গুনছেন জেলার মৃৎশিল্পী মহল ৷

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।