অঞ্জন চ্যাটার্জি, এনএফবিঃ
এটিকে মোহনবাগান দলে এবারে সন্দেশ ঝিঙ্গাল না থাকায় ডিফেন্স কি একটু নড়বড়ে! সেই কথা মানতে রাজি নন সবুজ মেরুনের প্রবীর দাস ও শুভাশিস বসু। প্রবীর বলেন, “রক্ষণ নিয়ে ভাবার কিছু নেই। আমাদের রক্ষণ বিভাগ এবারে যথেষ্ট শক্তিশালী। হাবাস স্যার নানা ফর্মেশনে আমাদের রক্ষণকে তৈরি করেছেন। সবাই জানেন আমাদের কোচের রণনীতি কতটা কার্যকর হয়। এবার মাঠে কম বিদেশি থাকবে। ফলে আমাদের দায়িত্ব যেমন বাড়বে, তেমনই নিজেদের প্রমাণ করার সুযোগও বেশি পাব।“
রক্ষণ নিয়ে প্রবীরের সঙ্গে একমত দলের সাইড ব্যাক শুভাশিস। তিনি বলেন, “গতবারের চেয়ে এ বার আমাদের দল যেমন ভাল, তেমনই রক্ষণও ভাল। রক্ষণ নিয়ে ভাবার কিছু নেই। আমাদের রক্ষণ বিভাগ এবারে যথেষ্ট শক্তিশালী। হাবাস স্যার নানা ফর্মেশনে আমাদের রক্ষণকে তৈরি করেছেন। সবাই জানেন আমাদের কোচের রণনীতি কতটা কার্যকর হয়।“