পুরসভার ভাইস চেয়ারম্যান পদ থেকে সরানো হল প্রদীপ্তাকে
এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ
দন্ডি কান্ডে দলীয় পদ থেকে আগেই সরানো হয়েছিল, এবার বালুরঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান পদ থেকে সরানো হল অভিযুক্ত প্রদীপ্তা চক্রবর্তীকে।
তৃণমূলে নব জোয়ার কর্মসূচি উপলক্ষে মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলায় আসেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্য রাজনীতিতে সাম্প্রতিক কালে বিতর্কিত দন্ডি কান্ডের ঘটনাস্থল তপন বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সাথিহারা গ্রামে যান অভিষেক। সেখানে ভুক্তভোগী আদিবাসী মহিলাদের সঙ্গে তিনি কথা বলেন। পরে সন্ধ্যায় ভাইস চেয়ারম্যান পদও খোয়া যায় এই ঘটনায় অভিযুক্ত প্রদীপ্তা দেবীর।
প্রসঙ্গত, তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া তিন মহিলাকে নাকখত দিয়ে দলে ফেরানোর অভিযোগ ওঠে অভিযুক্ত প্রদীপ্তার বিরুদ্ধে। এই ঘটনার পর রাজ্য রাজনীতিতে আলোড়ন পড়ে যায়। ঘটনার পরপরই মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রীর পদ থেকে সরানো হয় প্রদীপ্তাকে। পরিবর্তে হেমলতা হেমব্রমকে স্থলাভিষিক্ত করা হয়।
Pingback: দণ্ডি কান্ডে মূল অভিযুক্ত প্রদীপ্তাকে নোটিশ পুলিশের - NF Bangla Private Limited