শিক্ষা ও কেরিয়ার

প্রাক্সিসের নতুন নজির

এনএফবি, কলকাতাঃ

বর্তমানে ইঁদুর দৌড়ের যুগে একটা ভালো চাকরি সবারই কাম্য। সেই সুযোগ নিয়ে এসেছে প্রাক্সিস বিজনেস স্কুল (Praxis business school) । সম্প্রতি ২০২২ সালে প্রাক্সিস বিজনেস স্কুল (Praxis business school) -এ ডে জিরো অনুষ্ঠিত হয় সেখানে ৯ মাসের পোস্ট গ্রাজুয়েশন (post graduation) কোর্স করানো হয়। সেখানে পাঁচ মাসের মাথায় ৫৩ জন ক্যাম্পাসিংয়ে বসা ছাত্র -ছাত্রীর মধ্যে ৪৮ জন বড় বড় কর্পোরেট কোম্পানিতে চাকরি পান। যেখানে সবথেকে বেশি মাইনে ১৬ লক্ষ এবং সবথেকে কম ১২ লক্ষ টাকা। যা করোনার পরবর্তী যুগে একটা ল্যান্ড মার্ক। কলকাতার বকরা হাট আর বেঙ্গালোরে এদের কোম্পানি আছে। চলতি মাসে ৩০ জুলাই তারা ১৫ বছর অতিক্রম করবে। দ্বাদশ উত্তীর্ণ পড়ুয়ারাই এখানে ভর্তি হতে পারবে। ডাটা সায়েন্স (data science) – এর এই কোর্সে ভর্তি হতে গেলে দিতে হবে ৬ লক্ষ টাকা।