পিছনে চাকু মেরে গর্ভবতী স্ত্রী খুন, ধৃত অভিযুক্ত স্বামী
এনএফবি, মুর্শিদাবাদঃ
শ্বশুর বাড়ি গিয়ে বিড়ি বাঁধা অবস্থায় গর্ভবতী স্ত্রীর পেটে ও পিঠে চাকু মেরে খুন করার অভিযোগ উঠলো স্বামীর বিরুদ্ধে। রবিবার বিকেলে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার শেরপুর গ্রামে। মৃত ওই গৃহবধূর নাম মোসলেমা খাতুন(১৯)। ইতিমধ্যেই অভিযুক্ত স্বামী শাহ আলমকে আটক করেছে সামসেরগঞ্জ থানার পুলিশ।

জানা গিয়েছে, বছর খানেক আগেই সামশেরগঞ্জ থানার শেরপুর গ্রামের মোসলেমা খাতুন নামে ওই যুবতীর সঙ্গে ব্যাঙডুবি গ্রামের পেশায় কসাই শাহ আলম নামে এক যুবকের বিয়ে হয়। অভিযোগ, সম্প্রতি স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। যদিও সংসার ঠিকভাবেই চলছিলো তাদের। অভিযোগ, রবিবার দুপুরে শ্বশুর বাড়ি আসে স্বামী শাহ আলম। সে সময় বাড়ির বাইরেই বিড়ি বাঁধছিলো স্ত্রী মোসলেমা। অভিযোগ, হঠাৎই পেছন থেকে এসে স্ত্রীর পিঠে। ও শরীরের বিভিন্ন অংশে চাকু মেরে দিয়ে খুন করে সে। চিৎকার চেঁচামেচি ও রক্তাক্ত অবস্থার মধ্যেই পালানোর চেষ্টা করলে গ্রামবাসীদের হাতে ধরা পড়ে অভিযুক্ত ওই যুবক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সামশেরগঞ্জ থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। রমজান মাসের দিনে দুপুরে প্রকাশ্যে স্ত্রীর পেটে চাকু ভরে খুন করার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।