ফিচারবিনোদন

বিশিষ্ট অভিনেতা শিব সুব্রাহ্মণ্যমের জীবনাবসান

এনএফবি ডেস্ক, মুম্বাই

বিশিষ্ট অভিনেতা শিব সুব্রহ্মণ্যমের জীবনাবসান। সোমবার সকালে প্রযোজক অশোক পণ্ডিতের টুইট থেকে দুঃসংবাদটি জানা যায়। টুইটে অশোক লেখেন, “অসাধারণ একজন অভিনেতা, বন্ধু এবং অসামান্য একজন মানুষ শিব সুব্রহ্মণ্যম, তাঁর মৃত্যুর খবর অত্যন্ত বেদনাদায়ক। শিবের স্ত্রী দিব্যার প্রতি সমবেদনা রইল। ঈশ্বর যেন ওঁকে এই দুঃখ সহ্য করার শক্তি দেন। ওঁ শান্তি।”

অভিনেতা-চিত্রনাট্যকার হিসেবে বলিউডে নিজের কেরিয়ার শুরু করেছিলেন শিব। ১৯৮৯ সালে মুক্তি পাওয়া ‘পরিন্দা’ সিনেমার চিত্রনাট্য তিনিই লিখেছিলেন। ছবিতে অভিনয় করেছিলেন ফ্রান্সিসের ভূমিকায়। তারপর ‘প্রহার’, ‘১৯৪২: লাভ স্টোরি’, ‘বম্বে বয়েজ’, ‘কামিনে’, ‘স্ট্যানলি কা ডাব্বা’র মতো সিনেমায় অভিনয় করেছেন। ‘চামেলি’, ‘তিন পাত্তি’র মতো সিনেমার চিত্রনাট্য লিখেছেন।

‘টু স্টেট’ সিনেমায় আলিয়া ভাটের বাবার চরিত্রে অভিনয় করেছিলেন শিব সুব্রহ্মণ্যম। শেষ নেটফ্লিক্স অরিজিনাল সিনেমা ‘মীনাক্ষী সুন্দরেশ্বর’ সিনেমায় দেখা গিয়েছিল তাঁকে। কী কারণে শিব সুব্রহ্মণ্যমের মৃত্যু হয়েছে তা এখনও পর্যন্ত জানা যায়নি। তবে সোমবারই মুম্বইয়ে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

তাঁর প্রয়াণে বলিউডে নেমে এসেছে শোকের ছায়া।